ছোট পর্দায় আজ
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:৫৭,অপরাহ্ন ২০ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৬৬ বার পঠিত
এটিএন বাংলায় ‘দাগ’
এটিএন বাংলায় আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘দাগ’। ফেরদৌস হাসানের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন সবুর খান ও মোস্তফা ওয়াহিদ রেজা। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, নাদিয়া, জেনী, সাইদ বাবু, চাঁদনী, ঈশানা, আল মনসুর, দিলারা জামান, রাইসুল ইসলাম আসাদ, কুইন রহমান, মাহমুদ সাজ্জাদ, আফরোজা বানু, আবদুল কাদের, মোমেনা চৌধূরী, কে এস ফিরোজ, ইরফান সাজ্জাদ, শায়না আমিন, মুনিরা মিঠু, জিয়াউল হক কিসলু, এলভিন প্রমুখ।
চ্যানেল আইতে ‘শূন্য জীবন’
চ্যানেল আইতে আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে কনা রেজার গল্প অবলম্বনে নির্মিত প্রথম ধারাবাহিক নাটক ‘শূন্য জীবন’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। অভিনয়ে হাবিবুল বাশার, হান্নান শেলী, কচি খন্দকার, ম.ম. মোর্শেদ, স্বাগতা, মৌসুমী নাগ, আলভী, নওশাবা, অর্ষা, সাজু খাদেম, প্রাণ রায়, হাবিবুল বাশার সুমন, রওনক হাসান, আদনান ফারুক হিল্লোল প্রমুখ।
এনটিভিতে ‘একদিন ছুটি হবে’
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘একদিন ছুটি হবে’। নাটকটি প্রতি বুধ ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। ফারুক হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, নওশীন, ঊর্মিলা, নিশা, অপর্ণা, তাসনিমা তিশা, তানিয়া আহমেদ, মিশু সাব্বির, মারজুক রাসেল প্রমুখ।
বাংলাভিশনে ‘সহযাত্রী’
বাংলাভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘সহযাত্রী’। রিজওয়ান খানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হয় প্রতি বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহেদ শরিফ খান, আহমেদ শরীফ, সাজু খাদেম, বাঁধন, অহনা, আলভী, গোলাম ফরিদা ছন্দা, দিহান, ঈশানা, প্রেম প্রমুখ।
দেশটিভিতে ‘কলিংবেল’
দেশটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কলিংবেল’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এ ধারাবাহিকটি প্রতি রোব থেকে বৃহস্পতিবার প্রচার হয়ে থাকে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, সানজিদা প্রীতি, সাজু খাদেম, মিশু সাব্বির, তানজীকা আমিন, এ্যালেন শুভ্র, আইরিন আফরোজসহ অনেকে।
মোহনা টিভিতে ‘মুসাফির খানা’
মোহনা টিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মুসাফির খানা’। রচনায় দিব্যেন্দু উদাস, পরিচালনায় আখতারুজ্জামান তুহিন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সাজু খাদেম, সীমানা, তুষ্টি, সুষমা, ফকরুল হাসান বৈরাগী, মাহমুদ সাজ্জাদ, শেলী আহসান, শিরিন বকুলসহ অনেকেই।