আরো ১২৬ বাংলাদেশিকে ফেরত পাঠাবে মিয়ানমার
প্রকাশিত হয়েছে : ২:৪২:৩৯,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৪৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার,

Rohingya boat people: The first drifting boat pushed back from Thailand which landed in Indonesia. It was rescued on Sabang Island in North Aceh on 7-1-2009.
নৌকায় উদ্ধার হওয়া আরো ১২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠাবে মিয়ানমার। এরা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে তাদের বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। শুক্রবার সাংহাই ডেইলি ডট কমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার জলসীমা থেকে উদ্ধার অভিবাসন প্রত্যাশী ২২৮ বাংলাদেশিকে বর্তমানে রাখাইন রাজ্যে তাউং পিও ক্যাম্পে অস্থায়ীভাবে রাখা হয়েছে।
মিয়ানমারের নৌবাহিনী জানায়, চলতি বছরের মে মাসে সমুদ্রে টহল দেয়ার সময় রাখাইন রাজ্যের মুয়াংটও উপকূল থেকে দুই শতাধিক ও আয়েইয়াওয়াডি অঞ্চলের পেয়াপন থেকে সাত শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়।
এদের মধ্যে পরিচয় শনাক্তের পর গত জুন থেকে এ পর্যন্ত চার দফায় ৫০১ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।