পোল্যান্ডে নাৎসির স্বর্ণ ট্রেনের সন্ধান?
প্রকাশিত হয়েছে : ২:৪৫:৪৬,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৮২ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
৭০ বছর আগে হারিয়ে যাওয়া রহস্যময় নাৎসি ট্রেনের সন্ধান পাওয়ার দাবি করেছে দুই সম্পদ অনুসন্ধানকারী। ধারণা করা হচ্ছে, এই ট্রেনটি স্বর্ণে পরিপূর্ণ। ১৯৪৫ সালে হাঙ্গেরি থেকে জার্মানি যাওয়ার পথে এটি নিখোঁজ হয়। শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটির মধ্যে বন্দুক, রত্ন ও অন্যান্য মূল্যবান সম্পদ ছিল। এছাড়া কিছু চিত্রকর্মও ছিল যার মূল্য ২০০ মিলিয়নের বেশি।
অনুসন্ধানকারীদের মধ্যে একজন পোল্যান্ডে ও একজন জার্মানের অধিবাসী। তাদের দাবি, তারা ঐ ট্রেনটি আবিষ্কার করেছেন। ট্রেনের মধ্যে যে সম্পদ রয়েছে তার মূল্যমানের ১০ শতাংশ তাদের দিতে হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে ১৫০ মিটার লম্বা ট্রেনটি তত্কালীন পূর্ব জার্মান শহরে (বর্তমান পোল্যান্ডের রোক্লো শহর) হারিয়ে যায়। ধারণা করা হচ্ছে, লোয়ার সিলেসিয়ান অঞ্চলে কেসিয়াজ ক্যাসেলের কাছে একটি টানেলে ট্রেনটি প্রবেশ করে আর বের হয়নি। পরবর্তীতে টানেলটি বন্ধ করে দেয়া হয় এবং বহুদিন ধরে এটির কথা কারো মনে ছিল না। ঐ ট্রেনটিতে ৩০০ টনের মতো স্বর্ণ রয়েছে বলে একটি সাইট জানিয়েছে।
ওয়ালব্রিজিখের কর্তৃপক্ষ বলেছে, তারা ঐ দুই অনুসন্ধানকারীর প্রতিনিধি হিসেবে কাজ করা আইনি প্রতিষ্ঠানের সাথে কথা বলছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিবিসি।