ইউরোপা লিগে ডর্টমুন্ডের দুর্দান্ত জয়
প্রকাশিত হয়েছে : ৩:০৪:৪৯,অপরাহ্ন ২১ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৫৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ম্যাচের ২২ মিনিটের মধ্যে তিন গোল হজম করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। ইউরোপা লিগে নরওয়ের ক্লাব অডের বিপক্ষে তিন গোলে পিছিয়ে পড়েও ৪-৩ গোলের দুর্দান্ত জয় পেয়েছে জার্মান ক্লাবটি।
বৃহস্পতিবার রাতে অডের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে ডর্টমুন্ড। স্বাগতিকদের ১-০ গোলে এগিয়ে দেন জন স্যামুয়েলসেন। এরপর ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অডের ফ্রেডরিক নর্ডকেভেলে। দুই মিনিট পরই এসপেন রুডের গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলে স্বাগতিকরা। মাত্র ২২ মিনিটেই তিন গোল হজম করে তখন ধুঁকছিল ডর্টমুন্ড।
ম্যাচের ৩৪ মিনিটে ডর্টমুন্ডের হয়ে একটি গোল শোধ করেন গ্যাবনিজ স্ট্রাইকার পিয়ের-এমেরিক অবামেয়াং। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর ম্যাচের ৪৭ মিনিটে ডর্টমুন্ডের হয়ে আরেকবার ব্যবধান কমান শিনজি কাগাওয়া। এরপর ৭৬ মিনিটে নিজের জোড়া গোলে ডর্টমুন্ডকে ৩-৩ সমতায় ফেরান এমেরিক অবামেয়াং।
আর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে ডর্টমুন্ডের ত্রাণকর্তা হয়ে দেখা দেন আর্মেনিয়ান মিডফিল্ডার হেনরিখ মেখিতারিয়ান। সতীর্থ কাগাওয়ার ক্রস থেকে হেডে স্বাগতিকদের জালে বল জড়ান তিনি।