অক্টোবরেই বিয়ের পিঁড়িতে বসছেন হরভজন-গীতা
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:৫৯,অপরাহ্ন ২২ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৭১ বার পঠিত
অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। পাত্রী অভিনেত্রী গীতা বসরা। আগামী মাস অক্টোবরেই বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে বলে পরিবার সূত্রে খবর। ২৯ অক্টোবর চার হাত এক হতে চলেছে।
জানা যায়, একটু দেরিতেই বিয়েটা সারছেন, তবে বেশ ধুমধামের সঙ্গেই বিয়েটা সম্পন্ন করতে চান হরভজন।
ভাজ্জির পরিবার সুত্রে জানা গেছে, ২৯ অক্টোবর হোটেল ক্লাব ক্যাবানায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে হরভজন যদি অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে ভারতীয় দলে সুযোগ পান, তা হলে দিন বদলাতে পারে। এই মূহূর্তে শ্রীলঙ্কা সফরে ভারতীয় টেস্ট দলের সঙ্গে রয়েছেন তিনি। দেশে ফেরার পরই বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি সারবেন বলে জানা গেছে।