লিবিয়ার উপকূল থেকে ২ হাজারের বেশি মানুষ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৪:৫৬:৫২,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৪৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
লিবিয়ার উপকূলে নৌকা থেকে দুই হাজারের বেশি অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একটি নবজাতকও রয়েছে।
ইটালির কোস্ট গার্ড বলছে, এটা সমুদ্র থেকে একদিনে বৃহত্তম উদ্ধারের ঘটনাগুলোর একটি।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হচ্ছে, সমুদ্রে ভাসমান আরো কুড়িটি নৌযান থেকে ‘ডিসট্রেস কল’ বা ‘উদ্ধার পাবার আবেদন’ পেয়েছে উপকূল রক্ষীরা।
শনিবারের এই উদ্ধার অভিযানে ইটালিয়ান নেভির দুটি জাহাজ যুক্ত ছিল।
দুটি কাঠের নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে, নেভির জাহাজ তাদের সাহায্যে এগিয়ে যায়।
লিবিয়ার এই রুটটি ইউরোপে অবৈধ অনুপ্রবেশের জন্য ব্যস্ততম জলপথ।
এই পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে চলতি বছর দু হাজারের উপর মানুষ মারা গেছে।