সন্ত্রাসীরা নিজেদের স্বার্থে দল ব্যবহার করে: আইজিপি
প্রকাশিত হয়েছে : ৫:১৫:০৫,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪০৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, সন্ত্রাসীরা নিজেদের স্বার্থে একেক সময় একেক দলের নাম ব্যবহার করে। তাদের কোনো দল নেই।
রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুলিশ স্টাফ কলেজে বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোলের সহায়তায় আয়োজিত ‘ইন্টেলিজেন্স এনালাইসিস ফর টাইগার রেঞ্জ কান্ট্রিজ’ আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, সন্ত্রাসীদের কোন দল নাই। তারা একেক সময় একেকটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে লাভবান হয়।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা যখন জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়, তখন আমাদের জিরো টলারেন্স দেখাতে হয়। সেক্ষেত্রে ওই ব্যক্তি কোনো দলের তা-ও দেখার নয়।
এ ছাড়া তিনি বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমরা ব্যপক কর্মসূচী নিয়েছি।