‘দেশের প্রতিটি মানুষ দুর্নীতি ও হয়রানির শিকার’
প্রকাশিত হয়েছে : ৫:২২:৩৩,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৯৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ভূমির মালিকানার সঙ্গে জড়িত দেশের প্রতিটি মানুষকেই কোনো না কোনোভাবে দুর্নীতি ও হয়রানির শিকার হতে হয় বলে জানিয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রবিবার সকালে রাজধানীর ধামমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রমের পরিধি অত্যন্ত ব্যাপক। এর সঙ্গে দেশের প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে জড়িত। আর ভূমির মালিকানার সঙ্গে যারা জড়িত, তাদের সকলকেই প্রতিনিয়ত কোনো না কোনোভাবে দুর্নীতি ও হয়রানির শিকার হতে হচ্ছে।’
এ সময় ‘ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
ভূমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে।
টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ওয়াহিদ আলম, ডেপুটি প্রোগ্রামার নিহার রঞ্জন রায় ও সহকারী প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হুদা মিনা এই গবেষণা পরিকল্পনা ও প্রতিবেদন প্রণয়ন করেন।
এ সময় টিআইবির উপনির্বাহী পরিচালক অধ্যাপক ড. সুমাইয়া খায়ের ও রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান উপস্থিত ছিলেন।