ব্রিটিশ প্রতিমন্ত্রী ডেসমন্ড ঢাকায়
প্রকাশিত হয়েছে : ৫:২৮:০২,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৬৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড শয়ানে ঢাকায় এসে পৌঁছেছেন। তিনদিনের সফরে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
ডেসমন্ড শয়ানে বাংলাদেশে যুক্তরাজ্যের সহায়তায় পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। এসব প্রকল্প বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়াতে কী অবদান রাখছে এবং দেশের গরিব মানুষকে কীভাবে সাহায্য করছে সে বিষয়টি পর্যবেক্ষণ করবেন।
সফরকালে ব্রিটিশ এ প্রতিমন্ত্রী রাজধানীর কড়াইল বস্তি এলাকায় তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন। এ ছাড়া ঢাকা ও ঢাকার বাইরে ব্রিটেনের সহায়তায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করারও কথা রয়েছে।
২০১৪ সালের ১৫ জুলাই ডেসমন্ড শয়ানে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হন।