লিগ শিরোপা ধরে রাখার লড়াই শুরু হচ্ছে বার্সার
প্রকাশিত হয়েছে : ৬:০০:৩৫,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৫৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
স্প্যানিশ লা লিগা শিরোপা ধরে রাখার মিশনে রবিবার মাঠে নামছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রবিবার রাত সাড়ে ১০টায় আথলেতিকো বিলবাওয়ের মুখোমুখি হচ্ছে লুইস এনরিকের শিষ্যরা।
গত সপ্তাহে শেষ হওয়া দুই লেগের স্প্যানিশ সুপার কাপই আবার বিলবাওকে দিচ্ছে বাড়তি প্রেরণা। বার্সেলোনাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ৩১ বছর পর প্রথম শিরোপা জয় থেকে এবার লিগেও ভালো কিছু করার আত্মবিশ্বাস পাচ্ছে ক্লাবটি।
গত মৌসুমে ট্রেবল জয়ী বার্সেলোনা দুই সপ্তাহ আগে সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জেতে। এতে ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এক বছরে ছয়টি শিরোপা জয়ের সম্ভাবনা আরও জোরালো হয়। সে লক্ষ্যে আরেক ধাপ এগোতে তিন দিন বাদে সান মামেসে পাড়ি জমান লিওনেল মেসি-লুইস সুয়ারেসরা।