‘রানা প্লাজা দুর্ঘটনা সরকার সফলভাবে মোকাবিলা করেছে’
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:৩১,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৯৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশে অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনা সরকার সফলভাবে মোকাবিলা করেছে। এ দুর্ঘটনা প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে আর কোনো শিল্পে দুর্ঘটনা ঘটেনি।’
জার্মানির বার্লিনে স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত দ্য ফেডারেল মিনিস্ট্রি অফ ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং জার্মান সোস্যাল এ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের যৌথ উদ্যোগে আয়োজিত তৈরিপোশাকের প্রডাকশন চেইনের কমপ্লায়েন্স প্রতিপালনের বিষয়ে উচ্চপর্যায়ের চার দিনের সভায় তিনি এ কথা বলেন।
সভায় বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের কল্যাণে গৃহীত পদক্ষেপে জার্মানি সন্তোষ প্রকাশ করেছে। সেই সাথে শিল্প কারখানায় যেকোনো দুর্ঘটনায় জার্মান সোস্যাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার কথা জানিয়েছে।
সভায় বিষয়ের উপর কি-নোট উপস্থাপন করেন জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ফুকটেল।
প্যানেল আলোচকদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এ ছাড়া, বাংলাদেশের শ্রম ও কর্মস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, আইএলও প্রতিনিধি হুংবো, ইরোপিয়ান ইউনিয়নের ডি বাংলাদেশের শ্রম ও কর্মস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, ডিলারো, বিজিএমই-এর প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।