‘কর্মজীবী নারীদের জন্য প্রতি জেলায় হোস্টেল হবে’
প্রকাশিত হয়েছে : ১০:০৩:০১,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪১৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘কর্মজীবী নারীদের জন্যে প্রতিটি জেলায় মহিলা হোস্টেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী উপজেলা পর্যায়েও হোস্টেল করা হবে।’
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে এসএনভি (নেদাল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) কর্তৃক বাস্তবায়িত ইনক্লোসিভ বিজনেস পাইলটস ইন দ্য গার্মেন্ট সেক্টর শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কিংডম অব নেদারল্যান্ডস এ্যাম্বেসির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো—গার্মেন্টস সেক্টরে নিয়োজিত বিপুল সংখ্যক নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে নারীদের কাজের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসএনভির ওয়ার্কিং উইথ উইমেন প্রকল্পের টিম লিডার ফারথিবা রাহাত খান।
এ ছাড়া পুরো প্রজেক্টের ওপর একটি এনিমেশন ভিডিও প্রদর্শন করা হয়।
নেদারল্যান্ড-ভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান এসএনভির বাংলদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পাউয়েল স্টিভেনসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার এবং বাংলাদেশে নেদারল্যান্ড এম্বাসির চার্জ দ্য এফেয়ারস মিজ মারটিন ভেন হগসট্রেটেন।