মিয়ানমার থেকে ফিরলেন ১২৫ বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ১০:০৯:১২,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৫২ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে পঞ্চম দফায় আরও ১২৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি)।
তিন মাস মিয়ানমারে বন্দি থাকার পর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম হাইস্কুল মাঠে আনা হয়।
এরআগে বেলা ১২টায় ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের তুম্বু টাউনের প্রশাসনিক ভবনে সে দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বৈঠক শেষে তাদের ফেরত আনা হয় বলে জানান, বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম।
বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও একজন ডাক্তারসহ ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে রওনা দেয়।
এর আগে ৮ ও ১৯ জুন, ২২ জুলাই ও ১০ আগস্ট ৪ দফায় শনাক্ত হওয়া ৫০১ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।