এক মাস মাঠের বাইরে ডানি আলভেস
প্রকাশিত হয়েছে : ১০:২৭:৫৫,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৮০ বার পঠিত
খেলাধুলা প্রতিনিধি,
অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রবিবারের ম্যাচে কুঁচকির ইনজুরিতে আক্রান্ত হওয়ায় আগামী এক মাস রাইট ব্যাক ডানি আলভেসকে ছাড়াই খেলতে হবে বার্সেলোনাকে। লা লিগা মৌসুমের প্রথম ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়নরা ১-০ গোলের জয় পায়।
এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, কিছু পরীক্ষার পরে ডানি আলভেসের ডান পায়ের কুঁচকিতে চোট ধরা পড়েছে। যদিও বার্সেলোনার পক্ষ থেকে নির্দিষ্ট করে জানানো হয়নি ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের কতদিন বিশ্রামে থাকতে হবে। কিন্তু কাতালান গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী এক মাস হয়ত তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এই সময়ের মধ্যে ঘরের মাঠে মালাগা ও লেভান্তে এবং ১২ সেপ্টেম্বর অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে তার সার্ভিস পাচ্ছে না বার্সেলোনা।