আবারো মিলানে ফিরছেন বালোতেল্লি
প্রকাশিত হয়েছে : ১০:৩৯:২১,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৮১ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
মাত্র এক মৌসুম পরেই আবারো পুরনো ঠিকানায় ফিরছেন ইতালিয়ান স্ট্রাইকার মারিও বালোতেল্লি। তবে এবারের ফিরে যাওয়াটা স্থায়ীভাবে নয়। লিভারপুল থেকে এক বছরের ধারে এসি মিলানে খেলতে সম্মত হয়েছেন এই তারকা স্ট্রাইকার।
ইংলিশ প্রিমিয়ার লিগের সময়টা অবশ্য খুব একটা ভাল কাটেনি বালোতেল্লির। গত মৌসমে রেডসদের হয়ে ১৬ ম্যাচে করেছেন মাত্র একটি গোল। ব্রাজিল বিশ্বকাপের পরেই তিনি ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছিলেন এবং তারপর থেকে আর জাতীয় দলেও সুযোগ পাননি। কিন্তু আগামী বছরের গ্রীষ্মে ফ্রান্সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার আবারো ঘরের ক্লাবে ফিরে এসেছেন। তার এই ফিরে আসাটাকে অনেকেই ক্যারিয়ারের নাটকীয় মোড় হিসেবে বিবেচনা করেছেন।
গাজেটা ডেলো স্পোর্টস এর ওয়েবসাইটের রিপোর্টের সূত্রমতে মঙ্গলাবার মেডিকেল পরীক্ষার জন্য বালোতেল্লি মিলানের মিলানেলো অনুশীলন মাঠে উপস্থিত হয়েছেন। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে ঘরের মাঠে এমপোলির বিপক্ষে সিরি-আ’র প্রথম ম্যাচে তিনি মাঠে নামবেন। তবে চুক্তির শর্তাবলী সম্পর্কে নির্দিষ্ট করে রিপোর্টে কোনো কিছু বলা হয়নি।