লিভারপুল-আর্সেনাল ম্যাচ গোল শূন্য ড্র
প্রকাশিত হয়েছে : ১০:৫১:১৩,অপরাহ্ন ২৫ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
খেলাধুলা প্রতিনিধি,
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল এবং আর্সেনালের মধ্যকার ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।
সোমবার এমির্যাটস স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে দু’দলই লিগে প্রথমবারের মত ড্রয়ের স্বাদ পেল। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে তারা।
খেলার শুরু থেকেই দু’দলই আক্রমণ, পাল্টা আক্রমণ করে খেলছে। তবে কোনো দলই ম্যাচের নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি।
প্রথমার্ধে দু’দলই গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলতে থাকে দুই দল।
নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলই গোলের দেখা না পাওয়ায় গোল শূন্যভাবেই শেষ হয় ম্যাচটি।
৩ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৭। অন্যদিকে আর্সেনালের পয়েন্ট ৪।