পালমিরার মন্দির ধ্বংসের ছবি প্রকাশ করল আইএস
প্রকাশিত হয়েছে : ১১:২১:০০,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৫২ বার পঠিত
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট সিরিয়ার দুই হাজার বছরের পুরনো শহর পালমিরায় একটি মন্দির বোমা মেরে ধ্বংস করার ছবি প্রকাশ করেছে। গত রবিবার পালমিরায় আইএস জঙ্গিরা মন্দির ধ্বংস করছে এমন খবর জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল।
আইএস প্রকাশিত ছবিগুলোতে জঙ্গি সদস্যদের মন্দিরটিতে ব্যারেল, বিস্ফোরক ভর্তি কন্টেইনার রাখতে দেখা যাচ্ছে। এর পরের ছবিতে মন্দিরটিকে উড়িয়ে দেয়ার দৃশ্য দেখা যাচ্ছে। বিস্ফোরণের পর মন্দিরটির ধ্বংসাবশেষও দেখা যাচ্ছে একটি ছবিতে। ধারণা করা হচ্ছে ছবিগুলো একটি ভিডিওর স্ক্রিনশট। আইএস সদস্যদের দ্বারা প্রাচীন এই মন্দির ধ্বংস করাকে ‘নতুন ধরনের যুদ্ধাপরাধ ও সিরিয়া এবং বিশ্ব মানবতার অপূরণীয় ক্ষতি’ হিসবে বলেছেন জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থার প্রধান ইরিনা বোকোভা।