মিয়ানমারের ‘বিচ্ছিন্নতাবাদীদের’ সঙ্গে গোলাগুলি, বিজিবি আহত
প্রকাশিত হয়েছে : ৩:৫৭:১৬,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৭৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যদের সঙ্গে মিয়ানমারের ‘বিচ্ছিন্নতাবাদী’ দলের গোলাগুলি হয়েছে। এতে বিজিবির এক সদস্য আহত হয়েছেন।
বুধবার সকালে থানচির বড় মোদক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। এদিকে ঘটনা পর হেলিকপ্টারে করে সেখানে বাড়তি বিজিবি ও সেনা সদস্য পাঠানো হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী দলটি সকালে বিজিবির টহল দলের ওপর আক্রমণ করলে তাদের জবাব দেয়া হয়। এ সময় বিজিবির নায়েক জাকির আহত হন।