চ্যাম্পিয়ন্স লিগে ভ্যালেন্সিয়া
প্রকাশিত হয়েছে : ৭:২৭:৫২,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৩৯ বার পঠিত
খেলাধুলা প্রতিনিধি,
প্লে-অফে মোনাকোকে হারিয়ে স্পেনের পঞ্চম দল হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে ভ্যালেন্সিয়া। টুর্নামেন্টটির ইতিহাসে এই প্রথম এক আসরে একটি দেশের পাঁচটি ক্লাব খেলছে।
প্রতিপক্ষের মাঠে গত মঙ্গলবার দ্বিতীয় পর্বের ম্যাচটি ২-১ গোলে হেরে যায় ভালেন্সিয়া। তবে নিজেদের মাঠে প্রথম পর্বে ৩-১ গোলে জিতেছিল স্পেনের ক্লাবটি। দুই পর্ব মিলে ৪-৩ ব্যবধানে গ্রুপ পর্ব নিশ্চিত করে তারা।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের বাকি চারটি দল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়া। গত মৌসুমের ইউরোপা লিগ জেতার কারণেই সেভিয়া সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পায়।