আবারো ম্যানইউয়ের স্কোয়াডে নেই ডি গিয়া
প্রকাশিত হয়েছে : ৭:৩৭:০৩,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৩৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ডেভিড ডি গিয়াকে আরো একবার ম্যাচের স্কোয়াডে রাখলেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ফন গাল। আজ ব্রাজেসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের ম্যাচের অ্যাওয়ে লিগেও ম্যানইউ এর গোলবার সামলাবেন সার্জিও রোমেরো।
গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। আর নতুন মৌসুম শুরু হওয়ার পরে ম্যানইউ চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু একবারের জন্যও স্কোয়াডে ছিলেন না ডি গিয়া। ডি গিয়ার অপরাধ, তাকে রিয়াল মাদ্রিদ পেতে চাইছে এবং স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ম্যানইউ এর দর কষাকষিটা এখনো শেষ হয়নি।
সর্বশেষ ২৯ জুলাইয়ে যুক্তরাষ্ট্র সফরে প্রীতি ম্যাচের স্কোয়াডে ছিলেন ডি গিয়া। এরপরে তিনটি প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বে ব্রাজেসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি সহ চারটি ম্যাচের স্কোয়াডেই ছিলেন না এই স্প্যানিশ তরুণ গোলরক্ষক।
প্রসঙ্গক্রমে বলা রাখা দরকার, ব্রাজেসের বিপক্ষে স্কোয়াডে যদি ডি গিয়া থাকতেন তাহলে তিনি ম্যানইউয়ের চ্যাম্পিয়ন্স লিগে ‘কাপ বাউন্ড’ হয়ে যেতেন। ফলে রিয়ালে গেলে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো খেলতে পারতেন না। আজকের ম্যাচের স্কোয়াডে না রেখে আসলে ডি গিয়ার রিয়ালে যাওয়ার রাস্তাটা খোলা রাখলেন ফন গাল।
উল্লেখ্য, শোনা যাচ্ছিলো রিয়াল মাদ্রিদ ডি গিয়ার বদলে সার্জিও রামোসকে দেবে। কিন্তু রামোস রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করায় আর সেটি হয়নি।