রাধানগর যুবসমাজের উদ্যোগে বাল্যবিবাহ বন্ধের চেষ্টা
প্রকাশিত হয়েছে : ২:৪৮:০৮,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪৮০ বার পঠিত
মিজানুর রহমান কমলগঞ্জ প্রতিনিধিঃমৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগরের হলুদপারার মাসুক মিয়ার মেয়ে লাকি আক্তার (১৩) এর সাথে রাধানগর এর জহুর আলীর দ্বিতীয় ছেলে রমজান আলী (১৪) কিছুদিন ধরে প্রেম চলে সেই প্রেমের টানে রমজান আলী গতকাল রাতে মেয়েকে তার বাড়ি থেকে পালিয়ে নিয়ে আসে ছেলের বাড়িতে খবর পেয়ে এই এলাকার মেম্বার জিতু মিয়া ও খালিছ মিয়া তাদের বিয়ে দেয়ার আয়োজন করেন এই খবর এলাকায় জানাজানি হলে এলাকার যুব সমাজ তাদের বিরোধীতা করেন তারা বলেন এরা এখনো বিয়ের উপযোক্ত হয়নি এটা বাল্যবিয়ে এই বিয়ে এলাকায় হতে দিবেনা তারা পরে মেম্বার জিতু মিয়া ও খালিছ মিয়া এই ছেলেদের বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকেন এক পর্যায়ে যুব সজামাজের এক কর্মি আবুল হোসেনের গায়ে হাত তুলেন খালিছ মিয়া।ঘঠনার খবর পেয়ে কমলগঞ্জের ইউ,এন,ও জাহিদুল ইসলাম মিয়া শমশেরনগর পুলিশ ফাড়ীতে ফোন দিয়ে এই বাল্যবিবাহ বন্ধ করার জন্য বলেন।
শমশেরনগর এর চেয়ারম্যান জুয়েল আহমদ ঘঠনার খবর পেয়ে তিনিও শমশেরনগর পুলিশ ফাঁড়ীতে ফোন করেন এবং যুবসমাজকে ধন্যবাদ দেন বাল্যবিবাহর বিরোদ্ধে রুখে দাঁড়ানো জন্য এবং তিনি পরে বসে এটা সমাধান করে দিবেন বলে জানান।
শমশেরনগর পুলিশ ফাড়ীর এস,আই মতিউর রহমান একটি টিম পাঠান মেয়ে এবং ছেলেকে পুলিশ ফাঁড়ীতে নিয়ে আসার জন্য কিন্তু মেম্বার জিতু মিয়া পুলিশ কে বলেন,এটা আমরা শেষ করে দিচ্ছি মেয়েকে তার বাবার হাতে তুলে দিচ্ছি বলে পুলিশকে আশ্বাস দেন।
খবর নিয়ে জানাযায় মেয়েটি এখন মেম্বার জিতু মিয়ার বাড়িতে আনা হয়েছে।