রাশিয়া-মিসর সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার
প্রকাশিত হয়েছে : ৮:১৮:৪০,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৪৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। খবর আলজাজিরার।
তৃতীয়বারের মতো রাশিয়া সফর করা সিসির সঙ্গে বুধবার মস্কোয় এক বৈঠকে পুতিন এ কথা বলেন। পুতিনের ওই বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল অর্থনৈতিক সহযোগিতা, মধ্যপ্রাচ্যের সংঘাত ও রাজনৈতিক পরিস্থিতি।
বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন মিসরের সঙ্গে ইউরোশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সম্ভাব্য সহযোগিতা সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, অর্থনীতিতে কিছু অতিরিক্ত উদ্দীপনা দেয়ার বাস্তব পদক্ষেপগুলোর মধ্যে একটি হলো মিসর এবং ইউরোশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি সম্ভাব্য মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা করা।’
উল্লেখ্য, ইউরোশিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত রাশিয়া, কাজাখস্তান, বেলারুশ, আর্মেনিয়া এবং কিরগিজস্তান মালামাল, সেবা, পুঁজি ও শ্রমশক্তি শর্তমুক্তভাবে পরিবহন এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতের নীতি সমন্বয় করে থাকে।
ওই বৈঠকে মিসরে একটি পরমাণু বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে রাশিয়ার অংশগ্রহণের বিষয়েও ঘোষণা দেন পুতিন। তিনি বলেন, ‘বৃহত্ অর্থনৈতিক প্রকল্পগুলোর একটি হলো রুশ প্রযুক্তির ওপর ভিত্তি করে মিসরে একটি পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের স্থাপন করা।’ তিনি মিসরে খাদ্যশস্য আমদানি বৃদ্ধির রাশিয়ার পরিকল্পনার কথাও জানান।
ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমা শক্তিগুলো গত বছর নিষেধাজ্ঞা আরোপের পর সাবেক সোভিয়েত ইউনিয়ন যুগের মিত্রদের পাশাপাশি এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা তরান্বিত করেছে রাশিয়া। এরই অংশ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে মিসর সফর করেন পুতিন। সাবেক সেনাপ্রধান সিসি ক্ষমতায় আসার পর পুতিনই হলেন প্রথম গুরুত্বপূর্ণ কোনা নেতা যিনি মিসর সফরে যান।