অস্ট্রেলিয়ায় বন্যায় ঘরবাড়ি ছাড়ছে মানুষ
প্রকাশিত হয়েছে : ৮:২৫:০০,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৫৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
বাড়তে থাকা বন্যার পানির কারণে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির দক্ষিণে কয়েক শ বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। খবর বিবিসির।
ওইদিন থেকে শুরু হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের দক্ষিণ উপকূলীয় এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যের জরুরি বিভাগে (এসইএস) সাহায্য চেয়ে এক হাজার চার শরও বেশি কল করা হয়েছে বলে জানিয়েছেন এসইএসর একজন মুখপাত্র। এদের মধ্যে বেশির ভাগই বন্যার পানিতে গাড়ি নিয়ে বের হয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন তিনি। বন্যার পানিতে প্রবেশ না করতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।
এসইএসের মুখপাত্র বলেন, ‘এটি জনসাধারণের জন্যই শুধু বিপজ্জনক নয়, আমাদের উদ্ধারকারীদের জন্যও সমান বিপজ্জনক’। দক্ষিণ উপকূলের ইলাওয়ারা ও শোলহ্যাভেন এলাকার আশপাশের এলাকা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাটি থেকে মানুষ ছাড়াও ঘোড়া, গবাদিপশু এবং আলপাকাসহ উল্লেখযোগ্য প্রাণীকে সরিয়ে নেয়া হয়েছে। ‘আমাদের প্রাণী উদ্ধারকারী কর্মীরা এ সব প্রাণীকে উঁচু জায়গায় সরিয়ে নিয়েছে’।
এর আগে বাঁধ ভেঙে পড়ার আশঙ্কায় সিডনির ১২০ কিলোমিটার দূরের কিয়ামা এলাকা থেকে ২৫ ব্যক্তিকে সরিয়ে নেয়া হয়েছে। জেররারা বাঁধ ভেঙে পড়তে পারে আশঙ্কায় ইলাওয়ারা এলাকা থেকেও বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছিল। তবে বাঁধটিকে নিরাপদ ঘোষণা করে বাসিন্দারা নিজ বাড়িঘরে ফিরতে পারেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।