লিবিয়া উপকূলে শরণার্থী নৌকায় ৫১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:২৯:২৩,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৭২ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী একটি নৌকা থেকে ৫১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই নৌকাটি আটকের পর এই মৃতদেহগুলো উদ্ধার করে ইতালির কোস্টগার্ড।
বৃহস্পতিবার বিবিসির এক খবরে প্রকাশ করা হয়, ইতালির গণমাধ্যম জানিয়েছে, তারা সবাই অক্সিজেনের স্বল্পতার কারণে দম বন্ধ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
নৌকাটি থেকে কমপক্ষে ৪৩০ জনকে উদ্ধার করেছে সুইডেনের একটি কোস্ট গার্ড জাহাজ। গত সপ্তাহে একই ভাবে ৫০ জন মারা গিয়েছিলেন।
একজন কর্মকর্তা জানান, দশটি নৌকা থেকে বিপদ সংকেত পাওয়ার পর, উপকূল রক্ষী বাহিনী পাঁচটি উদ্ধার করে, অপর পাঁচটি নৌকার অনুসন্ধান চালিয়ে যাচ্ছে তারা।
সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার চেষ্টা কালে শুধুমাত্র এ বছরেই সহস্রাধিক মানুষ মারা গেছে।