পৃথিবীতে থাকবে না ভাইরাস জ্বর
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:১০,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৯৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ভাইরাস জ্বর-সদির যন্ত্রণায় অতিষ্ঠ যারা, তাদের জন্য সুখবর। পৃথিবী থেকে সব ধরণের ভাইরাস জ্বরকে বিদায় করে দেওয়ার প্রতিষেধক তৈরি হয়ে গেছে। অন্য প্রাণীদের উপর প্রতিশ্রুতিশীল পরীক্ষার পরে মানুষের উপর প্রয়োগের অপেক্ষায় রয়েছে ইউনিভার্সাল ফ্লু নিরোধক প্রতিষেধক।
মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি গবেষণা দল ফ্লু ভাইরাসের বিরুদ্ধে কার্যকর এক পদ্ধতি আবিষ্কার করেছে। তদের আবিষ্কৃত এই প্রতিষেধক ব্যবহার করলে সব ধরণের ভাইরাস বাহিত ফ্লু থেকে আজীবন নিরাপদ থাকা যাবে। বিখ্যাত সাময়িকী নেচার মেডিসিনে প্রকাশিত একটি জার্নালে এই আবিষ্কারের কথা জানানো হয়।
উল্লেখ্য, বর্তমানে প্রচলিত ফ্লু নিবারক প্রতিষেধকগুলো প্রতি বছরে একবার করে গ্রহণ করতে হয়।
নতুন আবিষ্কৃত এই পদ্ধতি প্রচলনের আগে মানুষের উপর প্রায়োগিক গবেষণা প্রয়োজন রয়েছে বলে মনে করেন গবেষকরা। ইউনিভার্সিটি অফ লন্ডনের ফ্লু বিশেষজ্ঞ প্রফেসর জন অক্সফোর্ড এই উদ্যোগের অকুণ্ঠ প্রশংসা করেছেন। এই আবিষ্কার বিজ্ঞানের জন্য বিশেষ কিছু উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে করা যেকোনো কিছু থেকে এটি আমাদের এক ধাপ এগিয়ে নিয়েছে।
গবেষকেরা এই প্রতিষেধক ইদুর,বানর ও বেজির উপর পরীক্ষা করে দেখেছে। বিশেষ করে তারা বার্ড ফ্লু রোগের ভাইরাস দিয়ে এই গবেষণা করেছে। তবে মানুষের উপযোগী এই প্রতিষেধক আসতে আরো কয়েক বছর লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। তার আগ পর্যন্ত বিশেষজ্ঞরা প্রচলিত ফ্লু নিরোধক প্রতিষেধকগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন।