শ্রীলংকা-পাকিস্তান-অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সূচি ঘোষণা নিউজিল্যান্ডের
প্রকাশিত হয়েছে : ৮:৩৯:৪৬,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৩৫ বার পঠিত
খেলাধুলা প্রতিনিধি,
ঘরের মাঠে শ্রীলংকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে নিউজিল্যান্ড। চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করে তিনটি দেশের বিপক্ষে তিনটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ব্লাকক্যাপারস। নয়টি ভিন্ন ভেন্যুতে এই সিরিজগুলোকে সামনে রেখে ব্ল্যাক ক্যাপসরা চারটি টেস্ট, নয়টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং পাঁচটি টি২০ ম্যাচ খেলবে। ১০ ডিসেম্বর থেকে এই ঘরোয়া সূচী শুরু হচ্ছে।
ঘরের মাঠের এই আন্তর্জাতিক মৌসুমের মূল আকর্ষন চ্যাপেল-হ্যাডলি সিরিজ। ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১০ সালের পরে এই প্রথমবারের মত ঘরের মাঠে পূর্নাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। এই দুই দেশের চুক্তি অনুযায়ী আগামী সাত বছরে অনুষ্ঠিতব্য আটটি চ্যাপেল-হ্যাডলি সিরিজের মধ্যে এটাই প্রথম।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলংকা গত বছর টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল। আবারো তারা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সেখানে যাচ্ছে। এর মধ্যে দুই টেস্ট অনুষ্ঠিত হবে ডানেডিন ও হ্যামিল্টনে। টেস্টের পরে পাঁচটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচও সূচীতে রয়েছে।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের পরপরই পাকিস্তানের বিপক্ষে ১৫ জানুয়ারি থেকে সীমিত ওভারের সিরিজে মুখোমুখি হবে স্বাগতিকরা। ২০০৫ সালের পরে ওয়েলিংটনের বেসিন রিসার্ভে এই প্রথম কোন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে তিনটি করে টি২০ ও ওয়ানডে ম্যাচের পরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজ শুরু হবে। ওয়ানডের পরে প্রতিবেশী দেশটির বিপক্ষে বেসিন রিসার্ভ ও হগলি ওভালে দুটি টেস্ট ম্যাচও খেলবে ব্ল্যাক ক্যাপসরা। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম যদি সবকটি টেস্টেই অংশ নেয় তবে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকের পরে টানা শততম ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি।
পূর্নাঙ্গ সূচী :
নিউজিল্যান্ড বনাম শ্রীলংকা
১ম টেস্ট : ১০ ডিসেম্বর, ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন
২য় টেস্ট : ১৮ ডিসেম্বর, সিডন পার্ক, হ্যামিল্টন
১ম ওয়ানডে : ২৬ ডিসেম্বর, হগলি ওভাল, ক্রাইস্টচার্চ
২য় ওয়ানডে : ২৮ ডিসেম্বর, হগলি ওভাল, ক্রাইস্টচার্চ
৩য় ওয়ানডে : ৩১ ডিসেম্বর, স্যাক্সটন ওভাল, নেলসন
৪র্থ ওয়ানডে : ২ জানুয়ারি, স্যাক্সটন ওভাল, নেলসন
৫ম ওয়ানডে : ৫ জানুয়ারি, বে ওভাল, মাউন্ট মনগানুই
১ম টি২০ : ৭ জানুয়ারি, বে ওভাল, মাউন্ট মনগানুই
২য় টি২০ : ১০ জানুয়ারি, ইডেন পার্ক, অকল্যান্ড
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান
১ম টি২০ : ১৫ জানুয়ারি, ইডেন পার্ক, অকল্যান্ড
২য় টি২০ : ১৭ জানুয়ারি, সিডন পার্ক, হ্যামিল্টন
৩য় টি২০ : ২২ জানুয়ারি, ওয়েস্টপ্যাক স্টেডিয়াম, ওয়েলিংটন
১ম ওয়ানডে : ২৫ জানুয়ারি, বেসিন রিসার্ভ, ওয়েলিংটন
২য় ওয়ানডে : ২৮ জানুয়ারি, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
৩য় ওয়ানডে : ৩১ জানুয়ারি, ইডেন পার্ক, অকল্যান্ড
নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া
১ম ওয়ানডে : ৩ ফেব্রুয়ারি, ইডেন পার্ক, অকল্যান্ড
২য় ওয়ানডে : ৬ ফেব্রুয়ারি, ওয়েস্টপ্যাক স্টেডিয়াম, ওয়েলিংটন
৩য় ওয়ানডে : ৮ ফেব্রুয়ারি, সিডন পার্ক, হ্যামিল্টন
১ম টেস্ট : ১২ ফেব্রুয়ারি, বেসিন রিসার্ভ, ওয়েলিংটন
২য় টেস্ট : ২০ ফেব্রুয়ারি, হগলি ওভাল, ক্রাইস্টচার্চ