১ লাখ ৩৫ হাজার সৌদি ও প্রবাসীকে হজের অনুমতি, সংখ্যা বাড়বে
প্রকাশিত হয়েছে : ৯:২৪:১৪,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৭৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত প্রবাসীসহ ১ লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ এ পর্যন্ত পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তারা নিবন্ধিত হয়েছেন। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের সহকারী সচিব হুসেইন আল-শরীফ বলেছেন, মন্ত্রণালয়ের ই-পোর্টালে আগামী ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের হাজীদের নিবন্ধন চলবে। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট। তিনি বলেছেন, হজ পালনের জন্য ২ লাখ অনুমতি প্রদানের পর সৌদি আরবে বসবাসকারী হাজীদের নিবন্ধন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। হাজীরা যাতে শান্তি ও স্বস্তির সঙ্গে পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য সর্বোচ্চ সেবা নিশ্চিতে স্থানীয় সব হজ-প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন হুসেইন আল-শরীফ।