চীনে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে জেল
প্রকাশিত হয়েছে : ৯:২৭:১৭,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৭১ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চলে সন্ত্রাসী কর্মকা- ও মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে। এর মধ্যে ৫ জনকে পূর্ব তুর্কেস্তান ইসলামী আন্দোলন ও জঙ্গি সংগঠন তালেবানের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ৪ বছর থেকে শুরু করে যাবজ্জীবন মেয়াদ পর্যন্ত কারাদ- দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। গতকাল জিনজিংয়ায়ের হাইকোর্ট জানিয়েছে, সম্প্রতি ইয়িলি, আকসু, হোতান, কাসগার ও কারামেই অঞ্চলের আদালতে ১০টি মামলায় অভিযুক্ত ৪৫ জনের বিচার কার্যক্রম পরিচালিত হয়। ভিয়েতনামে ৩ শতাধিক মানুষকে অবৈধ অনুপ্রবেশে সাহায্য করার অপরাধে দুটি মামলায় ১৮ মানব পাচারকারীকে দোষী সাব্যস্ত করা হয়। অবৈধ এ ব্যবসার মাধ্যমে তারা ৩ লাখ ১২ হাজার ডলার হাতিয়ে নিয়েছিল। ওয়েই হাই ও চেন কিয়ানগুই নামে দুই মানব পাচারকারী চক্রের সদস্যকে যাবজ্জীবন কারাদ- ও বাকি ১৬ জনকে ৭ থেকে ১৫ বছর মেয়াদে কারাদ- প্রদান করা হয়। একইভাবে অন্য কয়েকটি আদালতে সন্ত্রাসী কর্মকা-ে যুক্ত থাকার দায়ে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়। ইসলামী আন্দোলন ও তালেবানের সঙ্গে সম্পৃক্ত থাকা ৫ জনকে ৮ থেকে ১০ বছর মেয়াদে কারাদ- প্রদান করা হয়েছে।