বৃষ্টিতে ধুয়ে গেলো আড়াই সেশন
প্রকাশিত হয়েছে : ১০:০০:৪৯,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩১১ বার পঠিত
খেলাধুলা প্রতিনিধি,
শ্রীলঙ্কা-ভারত সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন খেলা হলো মাত্র ১৫ ওভার। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার দিনের প্রথম ঘণ্টার খেলা শেষে নামে বৃষ্টি। এ সময় ভারতের সংগ্রহ ছিল ৫০/২। টানা বৃষ্টিতে আর খেলা শুরুর করা যায়নি। এতে নির্ধারিত সময়ের একঘণ্টা আগে মাঠ দেখে দিনের সমাপ্তি ঘোষণা করেন ম্যাচের আম্পায়াররা। টস হেরে আগে ব্যাটিংয়ের শুরুতেই বিপদে পড়ে সফরকারী ভারত। ১৪ রানের মধ্যে তারা খোয়ায় দ্বিতীয় ম্যাচের দুই সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল (২) ও আজিঙ্কা রাহানের উইকেট (৮) । দিনশেষে চেতেশ্বর পুজারা ১৯ ও কোহলি ১৪ রানে অপরাজিত। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কা ৬৩ রানে এবং পরে ভারত ২৭৮ রানে জয় কুড়ায়।