প্রেমিকার বাড়ির আম গাছে রুমনের লাশ
প্রকাশিত হয়েছে : ৬:২৩:১০,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৩৭ বার পঠিত
নবীগঞ্জে প্রেমিকার বাড়ির আম গাছে
রুমনের ঝুলন্ত লাশ!
উধাও প্রেমিকার পুরো পরিবার, আত্মহত্যা
না পরিকল্পিত হত্যা কাটছেনা রহস্যের
জট !
:
মতিউর রহমান মুন্না ও এম.এ.মুহিত:: নবীগঞ্জ
উপজেলার গজনাইপুর ইউনিয়নের
শংকরসেনা গ্রামে তৌলদ মিয়ার
বাড়িতে রুমন মিয়া (২২) নামের এক
সিএনজি চালকের লাশ বুলন্ত অবস্থায় আম
গাছ থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত রুমনের বাড়ি একই উপজেলার
আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামে।
সে রিক্সা ম্যাকানিক জামাল মিয়া
ছেলে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা
এখনও বলতে পারছেনা পুলিশ।
রুমনের সাথে প্রেম অতঃপর অবৈধ সর্ম্পক
ছিল তৌলদ মিয়ার বেপোরোয়া যুবতি
কন্যা সুলতানার। হয়তো এরই জের ধরে
রুমনকে হত্যা করা হয়েছে বলেও ধারনা
করেন অনেকেই। লাশের যৌনাঙ্গতে
ক্ষত চিন্হের আঘাত রয়েছে বলে পুলিশ
জানিয়েছে।