পুজারা-অমিতে মান বাঁচালো ভারত
প্রকাশিত হয়েছে : ৭:৫০:০২,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৩৯ বার পঠিত
স্পোর্টস ডেস্ক,
চেতেশ্বর পুজারার সেঞ্চুরি ও অমিত মিশ্রর দৃঢ় ব্যাটিংয়ে হাল পানি পেলো ভারত। ৮ উইকেটে ২৯২ রানে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে আজকের দ্বিতীয় দিনের শুরুতে বিপদে পড়েছিল সফরকারী ভারত। ১৮০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। কিন্তু অষ্টম উইকেটে চেতেশ্বর পুজারা ও অমিত মিশ্র দারুণ দৃঢ়তা দেখান। এই জুটিতে তারা ১০৪ রান তোলেন। এর আগে সুযোগ কাজে লাগান চেতেশ্বর পুজারা। ইনজুরি আক্রান্ত মুরলি বিজয়ের জায়গায় সুযোগ নিয়ে ব্যাট হাতে দৃঢ়তা দেখান ভারতীয় এ ওপেনার। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে আগের দিনের ৫০/২ সংগ্রহ নিয়ে আজ ক্রিজে যান ভারতের দুই ব্যাটসম্যান পুজারা ও বিরাট কোহলি। শুরুতে বিপদে পড়লেও অবিচল থাকেন পুজারা। ২৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পুজারা তুলে নেন সপ্তম সেঞ্চুরি। শেষ পর্যন্ত তিনি ১৩৫ রানে অপরাজিত থাকেন। আর অমিত মিশ্র করেন ৫৯ রান। তবে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন সফরকারী দলের বাকিরা। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয় পায় শ্রীলঙ্কা। আর দ্বিতীয় টেস্টে জয় নিয়ে সমতায় ফেরে ভারত।