‘বোল্ট অ্যাথলেটিকসের মেসি’
প্রকাশিত হয়েছে : ৭:৫২:৪৮,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩৬৭ বার পঠিত
খেলাধুলা প্রতিনিধি,
ফুটবলার লিওনেল মেসির সঙ্গে দৌড়বিদ উসাইন বোল্টকে তুলনা করলেন লুইস এনরিকে। উসাইন বোল্টকে অ্যাথলেটিকসের মেসি বলে উল্লেখ করলেন বার্সেলোনার কোচ। দুই ধরণের খেলায় এই দুইজন সর্বকালের সেরা বলে মনে করেন তিনি। লিওলেন মেসি নিজের শিষ্য। চারবার ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জয়ের পর এবার দ্বিতীয়াবারের মতো ইউরোপ-সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি। গত মওসুমে নিজের ক্লাবকে জিতিয়েছেন ট্রেবল শিরোপা। অন্যদিকে অ্যাথলেটিকসে অপ্রতিদ্বন্দ্বী জ্যামাইকান গতির দানব উসাইন বোল্ট। ২০০৮ সালের পর থেকে ২০০ মিটারের ইভেন্টে বোল্টকে কেউ হারাতে পারেনি। বিশ্ব চ্যাম্পিয়নশীপে টানা চারবার ২০০ মিটারে স্বর্ণ জিতলেন তিনি। ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে এর আগে কেউ টানা তিনবারের বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি। দুই খেলার দুই তারকা এখন রয়েছেন ফর্মের মধ্যগগনে। ২৯ বছর বয়সী বোল্ট আর ২৮ বছর বয়সী মেসির সঙ্গে তুলনা করে এনরিকে বলেন, ‘আপনারা মেসি এবং বোল্টের মধ্যে দারুণ মিল খুঁজে পাবেন। বোল্ট গতির জগতে সর্বকালের সেরা স্প্রিন্টার। আর মেসি সর্বকালের সেরা ফুটবলার। বোল্ট হচ্ছেন অ্যাথলেটিকসের মেসি।’ ২০১৫-১৬ ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ গ্রুপ পর্বের ড্র হয়ে গেছে ইতিমধ্যে। ‘ই’ গ্রুপে বার্সেলোনার সঙ্গে আছে জার্মানির বায়ার লেভারকুসেন, ইতালির রোমা ও বেলারুশের বাতে বরিসভ। তুলনামূলক অন্য যে কোনো গ্রুপের চেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। তবে বার্সেলোনার কোচ এ গ্রুপকে অকেনক কঠিন মনে করছেন। বলেন, ‘চ্যাম্পিয়ন্স লীগ অত্যন্ত আকর্ষণীয় ও জমজমাট লড়াই। আমরা অনেক কঠিন গ্রুপে পড়েছি। তবে সেভিয়ার মতো অতো কঠিন গ্রুপে নয়। তারা জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি ও বরুসিয়া মনশেনগ্লাডবাকের গ্রুপে পড়েছে। এই গ্রুপের মতো কঠিন না হলেও আমাদের গ্রুপ মোটেও সহজ নয়।’ গত মওসুমে বার্সেলোনা ট্রেবল শিরোপা জিতেছে। স্প্যানিশ লা-লিগা ও কোপা দেল রে’র সঙ্গে জেতে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা। আর এবার ইতিহাস গড়তে চান লুইস এনরিকে। বলেন, ‘এই মওসুমে আমরা এমন কিছু করার চেষ্টা করবো যা কখনও কেউ করতে পারেনি। আমরা টানা দুই চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতে রেকর্ড গড়তে চাই।