মৌলভীবাজার শহরে দিন-দুপুরে ডাকাতি
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:১৮,অপরাহ্ন ৩০ আগস্ট ২০১৫ | সংবাদটি ৪০২ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শহরের ব্র্যাক
ব্যাংক থেকে টাকা উত্তোলন
করে নিয়ে যাওয়ার সময় লেবাছ
মিয়া (৩৫) নামে এক যুবককে
কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা
ছিনিয়ে নিয়েছে
ছিনতাইকারীরা।
রোববার (৩০ আগস্ট) বিকেল
সোয়া ৩টার দিকে এম সাইফুর
রহমান রোডে টাকা
ছিনতাইয়ের এ ঘটনা ঘটেছে
বলে প্রত্যক্ষদর্শিরা জানান।
ছিতাইয়ের শিকার আহত লেবাছ
মিয়ার বাড়ি সদর উপজেলার
খলিলপুর ইউনিয়নের সরকার
বাজার এলাকায় বলে পুলিশ
জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,
বিকেলে লেবাছ মিয়া
জুলিয়া শপিং সিটির ২য় তলায়
অবস্থিত ব্র্যাক ব্যাংক থেকে
সাড়ে তিন লাখ টাকা
উত্তোলন করে এম সাইফুর রহমান
রোড ( সাবেক সেনট্রাল রোড)
দিয়ে যাচ্ছিল। এ সময় একটি
মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত
এসে তাকে এলোপাথাড়ি
কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে
নিয়ে দ্রুত বেগে এলাকা
ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আহত লেবাছ
মিয়াকে উদ্ধার করে
মৌলভীবাজার ২৫০ শয্যার সদর
আধুনিক হাসপাতালে পাঠায়।
সেখানে তার শারীরিক
অবস্থার অবনতি হলে তাকে
সিলেট ওসমানী মেডিকেল
কলেজ হাসপাতালে স্থানান্তর
করা হয়।
মৌলভীবাজার মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত
করে জানান, ছিনতাইকারীদের
ধরতে শহরে অভিযান চালানো
হচ্ছে। এ ব্যাপারে থানায়
মামলার প্রস্তুতি চলছে।