নাটকের অপেক্ষায় কলম্বো টেস্ট
প্রকাশিত হয়েছে : ১১:৩২:৪৮,অপরাহ্ন ৩০ আগস্ট ২০১৫ | সংবাদটি ৩২৮ বার পঠিত
খেলাধুলা প্রতিনিধি,
জমে উঠেছে শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। সফলকারী ভারত প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয়। জবাবে ইশান্ত শর্মার বোলিং তোপে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ২০১ রানে। ১১১ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আজকের তৃতীয় দিন বিকালে ব্যাটিং বিপর্যায়ে পড়ে ভারত। মাত্র ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ত্রাহিত্রাহি অবস্থা তাদের। তবে ৩ উইকেটে ২১ রান নিয়ে আজকের খেলা শেষ করেছে তারা। স্বাগতিকদের চেয়ে ভারত এখনও এগিয়ে ১৩২ রানে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা চেতেশ্বর পুজারা (১৪৫) দ্বিতয়ি ইিনংসে স্কোর বোর্ডে কোনো যার যোগ না হতেই ফেরেন। এছাড়া লোকেশ রাহুল ২ আজিঙ্কা রাহানে ৪ রান করেন। দিন শেষে বিরাট কোহলি ১ ও রোহিত শর্মা ১৪ রানে অপরাজিত আছেন। মর আগে লেজের ব্যাটসম্যানদের নৈপুণ্যে কোনো রকমে মান বাঁচায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে সফরকারী ভারতের ৩১২ রানের জবাবে স্বাগতিক শ্রীলঙ্কা মাত্র ২০১ রানে অলআউট হয়। মাত্র ৪৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে একেবারে অল্প রানে গুটিয়ে পড়ার শঙ্কায় পড়ে তারা। তবে ৭ নম্বরে ব্যাটে নামা কুশল পেরেরা ও স্পিনার রঙ্গানা হেরাথের ব্যাটে লজ্জা থেকে বাঁচে তারা। সপ্তম উইকেটে তারা ৭৯ রানের জুটি গড়েন। কুশল ৫৫ ও হেরাথ ৪৯ রানে আউট হন। এছাড়া দিনেশ চন্ডিমাল ২৩ ও ধাম্মিকা প্রসাদ করেন ২৭ রান। ভারতের পেসার ইশান্ত শর্মা ৫৪ রানে নেন ৫ উইকেট।