বাংলায় কথা বলার জন্য হেনস্তা
প্রকাশিত হয়েছে : ৩:২৪:২১,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৩৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
তার অপরাধ ছিল মাতৃভাষা বাংলায় কথা বলা। আর এ জন্য এমনভাবে মারধোর করা হয় তাকে যে হাতের হাড় ভেঙে যায়। পরে হাড় জোড়া লাগে ঠিকই। কিন্তু স্বাভাবিক ভাবে নয়। ৩০ শতাংশ স্থায়ী বিকলাঙ্গ হয়ে যায় হাত। এমিরেতস ২৪/৭ এর খবরে বলা হয়, দুবাইয়ের আল রাস এলাকায় ঘটনাটি ঘটে ২৪ শে মে। দুবাইয়ের অপরাধ আদালতে উঠে আসে বৃত্তান্ত। রাস্তায় দাড়িয়ে স্বদেশী বন্ধুর সঙ্গে কথা বলছিলেন বাংলাদেশী এমএস (৩৫)। এমন সময় আফগানিস্তানের এক দুবৃত্ত তার ওপর চড়াও হয়। এমএস বলেন, সে আমার কাছে এসে জিজ্ঞাসা করে আমি কেন বাংলা ভাষায় কথা বলছি। আমি তাকে উত্তর দেই: সেটা আপনার মাথা ঘামানোর কোন বিষয় নয়। সে আমাকে তখন আমার ওপর চড়াও হয়ে মারধোর করে। ঢাক্কা মেয়ে দেয়ালে চেপে ধরে। আমার ডান কাধে ও হাতে আঘাত পাই। আমি এখনও শারীরিক যন্ত্রণায় আছি। ফরেনসিক রিপোর্টে দেখা গেছে হামলার শিকার বাংলাদেশীর ডান বাহুর হাড় ভেঙে যায়। পরে তা জোড়া লাগলেও স্বাভাবিক আকৃতিতে ফিরে আসেনি। সে ৩০ শতাংশ স্থায়ী বিকলাঙ্গতার শিকার হয়েছে। ৯ই সেপ্টেম্বর আদালত মামলার রায় দেবে।