রেকর্ড গড়ে ম্যানইউতে মার্শাল
প্রকাশিত হয়েছে : ৯:০৯:১৭,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২২ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
দলবদলের শেষ দিন চমক দেখালো ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসি টিনএজ ফুটবলার অ্যান্থনি মার্শালকে তারা দলে ভেড়ালো বিশাল ৩৬ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে। ইউরোপের দলবদলে এতে মার্শাল পাচ্ছেন সবচেয়ে দামি টিনএজ ফুটবলারের খেতাব। এতে আলাদা রেকর্ড ম্যানইউ’র বেলায়ও। ক্লাবের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় অ্যাঙ্গেল ডি মারিয়া ও হুয়ান মাতার পরই মার্শালের নাম। এর আগে আর্জেন্টাইন উইংগার ডি মারিয়ার জন্য ম্যানইউ’র খরচ পড়ে ৫৯.৭ মিলিয়ন পাউন্ড। আর স্প্যানিয়ার্ড হুয়ান মাতাকে ম্যানইউ দলে ভেড়ায় ৩৭.১ মিলিয়ান পাউন্ডের ট্রান্সফারে। ১৯ বছরের অ্যান্থনি মার্শাল এএস মোনাকোর জার্সি গায়ে গত ফারসি লীগ ওয়ান আসরে ৩১ ম্যাচে পান ২১ গোল। ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শালের দিকে নজর ছিল অপর ইংলিশ জায়ান্ট আর্সেনালেরও।