শাফারোভার বিদায়
প্রকাশিত হয়েছে : ৯:১৮:১৪,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২১ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
প্রথম রাউন্ড থেকে ঝরে গেলো আরও এক তারকা। ইউএস ওপেনে মহিলা এককের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন ষষ্ঠ বাছাই লুসি সাফারোভা। ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোর বিপক্ষে চেক তারকা সাফারোভা হার দেখেন ৬-৪ ও ৬-১ গেমে। এবারের ইউএস ওপেনে এ নিয়ে শীর্ষ ১০-এর চার জন খেলোয়াড় প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন। এ তালিকায় রয়েছেন সপ্তম বাছাই আনা ইভানোভিচ, অষ্টম বাছাই প্লিসকোভা ও দশম বাছাই কারলা সুয়ারেজ নাভারো। তবে প্রথম রাউন্ডের বাঁধা সহজেই পার করেছেন দ্বিতীয় শীর্ষ বাছাই সিমোনা হালেপ ও পঞ্চম বাছাই পেত্রা কেভিতোভা। রুমানিয়ান তারকা হালেপের বিপক্ষে ম্রাােচর মাঝপথে ইনজুরি নিয়ে কোর্ট ছাড়েন মারিনা ফ্রাঙ্কোভিচ। এ সময় ৬-২ ও ৩-০ গেমে এগিয়ে ছিলেন হালেপ। প্রথম রাউন্ডের বাঁধা পার করেছেন দুইবারের ফাইনালিস্ট ভিক্টোরিয়া আজারেঙ্কাও।