উড়ন্ত ফেদেরার, লড়াই শেষে জয় মারের
প্রকাশিত হয়েছে : ৯:২৩:১৪,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১০ বার পঠিত
স্পোর্টস ডেস্ক |
আসরের প্রথম রাউন্ডেই র্যাকেট হাতে পরীক্ষা দিলেন তৃতীয় বাছাই তারকা অ্যান্ডি মারে। ইউএস ওপেনের দ্বিতীয় দিন চার সেটের লড়াই শেষে অজি তারকা নিক কিরগিওসের বিপক্ষে জয় পান এ বৃটিশ। পৌনে তিন ঘণ্টার এ ম্যাচ নিষ্পত্তি হয় ৭-৫, ৬-৩, ৪-৬ ও ৬-১ গেমে। প্রথম রাউন্ডে উড়ন্ত জয় পেয়েছেন আসরের দ্বিতীয় শীর্ষ বাছাই রজার ফেদেরার। আর্জেন্টাইন তারকা লিওনার্দো মায়ারের বিপক্ষে ফেদেরার জয় পান ৬-১, ৬-২ ও ৬-২ গেমে। এদিন ভাগ্যের ছোঁয়ায় প্রথম রাউন্ডের বাঁধা পার করেন ১২তম বাছাই ফ্রান্সের রিশার্ড গ্যাসকে। নিউইয়র্কের ভ্যাপসা গরমে ইনজুরি নিয়ে ম্যাচের মাঝপথে সরে দাঁড়ান অজি তরুণ থিনাসি কোকিনাকিস। ইনুজরিতে পড়ার আগে ম্যাচে ২-১ সেটে এগিয়ে ছিলেন ১৯ বছরের কোকিনাকিসই। তবে দু‘দফা চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন এ অজি। তবে ম্যাচের ফল ৬-৪, ১-৬, ৬-৪, ৩-৬ ও ০-২এ রেখে কোর্ট ছাড়েন কোকিনাকিস।