জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১০:২৪:২৪,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৪২ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গতকাল এ ফল প্রকাশ করা হয়। এই পরীক্ষায় ৪১৭টি কলেজে ২৯টি স্নাতক বিষয়ে ২ লাখ ২৫ হাজার ৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd এবং www.nubd.info থেকে ফল জানা যাবে। এছাড়া মুঠোফোনে ফল জানতে nu
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে ৩ মাসের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে ২০১৪ সালের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ, ২০১৩ সালের তৃতীয়বর্ষ, ২০১৩ সালের চতুর্থবর্ষ এবং ২০১৩ সালের ডিগ্রি পাস পরীক্ষা নেয়া হয়েছে। বর্তমানে ২০১২ সালের স্নাতকোত্তর শেষ পর্ব ও ২০১৩ সালের স্নাতকোত্তর প্রথম পর্ব পরীক্ষা চলছে।