পাঁচ গোলে হারলো বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১০:১৩:২২,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২৬ বার পঠিত
স্পোর্টস রিপোর্টার
দ্বিতীয়ার্ধে মাত্র এক গোল হজম করলেও ৫-০ গোলেল হার নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাই পর্বের এ খেলায় প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে খেলার ৬ মিনিটে ম্যাথু লেকির গোলে এগিয়ে যায় অস্ট্্েরলিয়া। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে সকারুরা। এবারের গোল দাতা আয়ারল্যান্ডের ক্লাব সেলটিকের হয়ে খেলা টম রজিক। ম্যাচের ২০ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় সকারুরা। ডেভিডের কাট ব্যাক থেকে বল বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মনের পায়ে লেগে জালে জড়িযে যায়। মাঝে অবশ্য একাধিক গোল হজমের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক শহিদুল আলম সোহেল। চতুর্থ গোলটিও সোহেল প্রথম দফা সেভ করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি ফিরতি বলে নাথান বার্নস গোল করেন ৪-০। খেলার ৬১ মিনিটের সময় আরন মুই পঞ্চম ও শেষ গোলটি করেন।
পার্থে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচের একাদশ থেকে বাদ পরেছেন সোহেল রানা ও ইয়ামিন আহাম্মেদ মুন্না। এদের যায়গায় একাদশে ঢুকেছেন এনামুল হক ও লিংকন।
বাংলাদেশ দল : শহিদুল আলম সোহেল (গোলরক্ষক), তপু বর্মন, ইয়াসিন, নাসিরুল ইসলাম, লিংকন, জামাল ভুইয়া, মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, এনামুল হক, জাহিদ হাসান এমিলি