কমলগঞ্জে সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

মিজানুর রহমান কমলগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার নির্বাচন ৪ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়।উপজেলা চৌমুহনীস্থ কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।মোট ৭০৩ ভোটের মধ্যে ৪৩৮ ভোট তাদের ভোট প্রদান করেন।২৫টি পদের মধ্যে ২৩টি পদের প্রার্থীরা একক প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয় লাভ করেছেন।

শুক্রবার (২টি পদে) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়।সভাপতি পদে বর্তমান সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী ৩৬৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন।তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি সমর কান্তি পাল ৭১টি ভোট পান।সাধারণ সম্পাদক পদে মো.ফয়সল আল কয়েছ চৌধুরী ৩৭৫ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন।তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ও রুহুল আমীন ৬৩টি ভোট পান।Pic-Teacher

সংবাদটি শেয়ার করুন

K. A. Rahim Sablu