গিনেস বুকে মরিনহো, রোনালদো
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:১০,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৪৩ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম উঠলো হোসে মরিনহোর। চেলসির এ পতর্তুগিজ কোচের ভিন্ন ভিন্ন চারটি বিশ্ব রেকর্ড জায়গা করে নিয়েছে গিসে বুকে। এছাড়া রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ও নিউইয়র্ক সিটির সাবেক চেলসি তারকা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের একটি রেকর্ড ও গিনেস বুকে জায়গা করে নিয়েছেন। গিনেস বুকের ২০১৬ সংস্করণে তাদের এই রেকর্ড জায়গা করে নেয়ায় প্রত্যেকেই সার্টিফিকেট পেয়েছেন। চেলসির বর্তমান ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনহোর চারটি রেকর্ড ৯ বছরের কোচিং ক্যারিয়ারে গড়েছেন। প্রথম দফায় ইংলিশ ক্লাব চেলসির দায়িত্ব নিয়ে ২০০৪-০৫ মওসুমে শিরোপা জেতান মরিনহো। সেবার মওসুমে ৯৫ পয়েন্ট অর্জন করে চেলসি। যা এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে সর্বাধিক পয়েন্ট অর্জনের ঘটনা। এই রেকর্ডটিই গিনেস বুকে ঠাঁই করে নিয়েছে। ওই মওসুমে তার দল মাত্র ১৫ গোল হজম করে। যা ইংলিশ প্রিমিয়ার লীগে যে কোনো মওসুমে সবচেয়ে কম গোল খাওয়ার ঘটনা। এছাড়া দুই দফায় চেলসির দায়িত্ব পালন করা অবস্থায় তার দল নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে টানা ৭৭ ম্যাচ অপরাজিত ছিল। গত মওসুমে এই ধারা ব্যহত করে সান্ডারল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লীগে যে কোনো দলের নিজেদের মাঠে টানা অপরাজিত থাকার লম্বা ঘটনা এটি। এছাড়া সব মিলিয়ে নিজের মাঠে অপরাজিত থাকার লম্বা রেকর্ডও মরিনহোর দখলে। পর্তুগালের ক্লাব পোর্তো, ইতালির ক্লাব ইন্টার মিলান, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসির হয়ে ৯ বছরের কোচিং ক্যারিয়ারে নিজেদের মাঠে কোনো হার ছিল না মরিনহোর। টানা ১৫১ ম্যাচ অপরাজিত থাকার পর গত মওসুমে চেলসিকে সান্ডারল্যান্ড হারিয়ে এই রেকর্ড আর লম্বা হতে দেয় নি। তবে সব মিলিয়ে নিজেদের মাঠে অপরাজিত থাকার রেকর্ড নিজের করে নেন মরিনহো। পর্তুগিজ এ কোচের চতুর্থ রেকর্টটি হলো ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে। সবচেয়ে কম বয়সী কোচ হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স লীগে ১০০ ম্যাচ পরিচালনা করার রেকর্ড গড়েন। ২০১২ সালে ম্যানচেস্টার সিটির ইত্তিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এই রেকর্ড নিজের দখলে নেন মরিনহো। তখন তার বয়স ছিল ৪৯ বছর ১২ দিন। ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এ পর্যন্ত মাত্র পাঁচজন কোচ ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে দু’টি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতেছেন। এরমধ্যে হোসে মরিনহো একজন। তিনি পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতান। একমাত্র কোচ হিসেবে ভিন্ন তিন ক্লাবকে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতানোর লক্ষ্যে তিনি এখন চেলসির দায়িত্ব পালন করছেন। তবে ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ২০১৫-১৬ মওসুম মোটেও ভালভাবে শুরু করতে পারেনি। চার ম্যাচে ২ হার, এক ড্র ও এক হার দেখেছে তারা।
অন্যদিকে সাবেক চেলসি তারকা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের নাম গিনেস বুকে উঠেছে সাবেক ক্লাবের বিপক্ষে বেশি গোল করার দিক দিয়ে। চেলসির আগে ওয়েস্ট হ্যাম ও সোয়ানসি সিটির হয়ে খেলেন তিনি। আর চেলসির পর ম্যানচেস্টার সিটি হয়ে এখন তিনি নিউইয়ার্ক সিটিতে। সব মিলিয়ে যে কোনো সাবেক ক্লাবের বিপক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তার দখলে। সাবেক ক্লাবের বিপক্ষে তিনি গোল ৩৯ গোল করেছেন। এর আগে সাবেক ক্লাবের বিপক্ষে ৩৮ গোলের রেকর্ড ছিল অ্যান্ডি কোলের। কিন্তু চেলসি থেকে ম্যানসিটিতে যোগ দিয়ে এই রেকর্ড নিজের করে নেন ল্যাম্পার্ড। সাবেক ক্লাব চেলসি তার ৩৯ তম গোলের শিকার হয়।
আর ক্রিস্টিয়ানো রোনালদো স্প্যানিশ লা-লিগায় সর্বাধিক ২৭ হ্যাটট্রিক করে গিনেস বুকে জায়গা করে নিয়েছেন। লা-লিগায় বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির হ্যাটট্রিক ২৪।