‘বয়স তো সবে ১৮’
প্রকাশিত হয়েছে : ১০:১৪:৫৭,অপরাহ্ন ০৪ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
দুই সপ্তাহ আগে কানাডার রজার্সকাপ শিরোপা জেতেন তিনি শীর্ষ চার খেলোয়াড়কে হারিয়ে। তবে ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ড পার করলেন লড়াই শেষে। মহিলা এককে সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ গতকাল জয় পান র্যাকিংয়ের ৮৮তম খেলোয়াড় মিসাকি দোইয়ের বিপক্ষে। এবারের ১২তম বাছাই খেলোয়াড় সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ ম্যাচে টেনিস কোর্টে দেখালেন মেজাজ ও আবেগের ভিন্ন ছবি। মিসাকির বিপক্ষে দ্বিতীয় সেটে বেনচিচ ম্যাচ পয়েন্ট নষ্ট করেন টানা ৬টি। তৃতীয় সেটে জয় নিশ্চিত হয় এবারের ইউএস ওপেনের ১২তম বাছাই বেলিন্ডা বেনচিচের। এতে কোর্টে এক সিদ্ধান্তের প্রতিবাদে চেয়ার আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ান বেনচিচ। কোর্টেই আছড়ে দেন হাতের র্যাকেট। আর ম্যাচ শেষে কেঁদে ফেললেন এ সুইস মিস। পরে বেলিন্ডা বেনচিচ বলেন, আমার এমন রাগ দেখানো উচিত হয়নি। আমি আসলে মেজাজ নিয়ন্ত্রণ করতে পারি না। তবে চেষ্টা করছি। আর আমার বয়স তো সবে ১৮। সর্বশেষ রজার্স কাপে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শিরোপার স্বাদ নেন ১৮ বছরের বেনচিচ। ফাইনালের পথে তিনি একে একে জয় পান ক্যারোলিন ওজনিয়াকি, আনা ইভানোভিচ ও বিশ্বের দ্বিতীয় শীর্ষ খেলোয়াড় সিমোনা হালেপের বিপক্ষে। গতকাল হার শেষে আরেক ঘটনায় কোর্টে হাতের র্যাকেট ভাঙেন মার্কিন তারকা কোকো ভ্যানডেওয়েগে। তবে দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন কানাডার টেনিস সুন্দরী ইউগেনি বুশার্ড। আসরের ১৬তম বাছাই বুশার্ড টানা দুই ম্যাচে জয় পেলেন গত ছয় মাসে প্রথমবার।