প্রতিশোধ নিয়ে শীর্ষে জার্মানি
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:১৪,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩০৩ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ-২০১৬ এর বাছাই পর্বের প্রথম লেগে পোল্যান্ডের কাছ হেরে গিয়েছিল জার্মানি। গত বছর অক্টোবরের প্রথম লেগের ম্যাচটি পোলিশরা জিতেছিল ২-০ গোলে। কিন্তু ফিরতি লেগে মধুর প্রতিশোধ নিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। শুক্রবার বাছাই পর্বের সপ্তম ম্যাচে পোল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এতে ফ্রান্সে অনুষ্ঠিতব্য আগামী বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের মূল পর্ব প্রায় নিশ্চিত জার্মানির। ৭ ম্যাচে ৫ জয় এবং এক হার ও এক ড্র’তে ১৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে তারা। অন্যদিকে জার্মানির কাছে হেরেও ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পোল্যান্ড। মূলত, শুক্রবার পোল্যান্ডকে টপকে শীর্ষে উঠেছে জার্মানি। এখনও তারা মূল পর্বে খেলার পথে রয়েছে। বাছাই পর্বে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ গোল করেছেন পোল্যান্ডের রবার্তো লেওয়ানদস্কি। তিনি জার্মানির বিপক্ষে এদিন গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেন নি। গ্রুপের অন্য ম্যাচে জিব্রাল্টারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র। এতে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আয়ারল্যান্ড। প্লে অফ খেলে চ্যাম্পিয়নশীপের মূল পর্বে খেলার পর্যায় রয়েছে তারা। যদিও এখনও বাছাই পর্বের তিন ম্যাচ বাকি রয়েছে।
শুক্রবার পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেন মারিও গতজে। যদিও ফ্র্যাঙ্কফুর্টের মাঠে ম্যাচের ১২ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার টমাস মুলার। আর ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্নের আরেক স্ট্রাইকার মারিও গতজে। ম্যাচের শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে ব্যক্তিগত আরেকটি গোল করে জার্মানির বড় জয় নিশ্চিত করেন গতজে।