সেরা ১০-এর আরও ২ শিকার
প্রকাশিত হয়েছে : ৯:৫২:৩৮,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৩৫ বার পঠিত
স্পোর্টস ডেস্ক
মহিলা এককে শীর্ষ ১০ তালিকার আরও দুই খেলোয়াড়ের বিদায় দেখলেন ইউএস ওপেনের দর্শকরা। দ্বিতীয় রাউন্ডে হার নিয়ে এবারের ইউএস ওপেন থেকে তল্পিতল্পা গুটালেন গতবারের ফাইনালিস্ট ক্যারোলিন ওজনিয়াকি ও গারবিনে মুগুরুসা। মহিলা এককের চতুর্থ বাছাই ওজনিয়াকি তিন সেটের লড়াই শেষে হার দেখেন র্যাঙ্কিংয়ের ১৪৯তম খেলোয়াড় পেত্রা চেতকোভস্কার বিপক্ষে। গতকাল অপর ম্যাচে হার দেখেন নবম বাছাই স্পেনের গারবিনে মুগুরুসাও। সর্বশেষ উইম্বলডনের ফাইনালিস্ট মুগুরুসা ৭-৬, ৬-৭ ও ৬-২ গেমে হার দেখেন বৃটেনের জো কন্টার বিপক্ষে। আসরে এ নিয়ে শীর্ষ ১০-এর ছয় তারকার বিদায় দেখলেন টেনিসপ্রেমীরা। এবারের প্রথম রাউন্ড থেকেই ঝরে পড়েন ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা, সপ্তম বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচ, অষ্টম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা ও দশম বাছাই স্পেনের কারলা সুয়ারেজ নাভারো। গতকাল ওজনিয়াকির হারটি ছিল ভক্তদের কাছে হতাশার। দ্বিতীয় সেটে টানা চারবার ম্যাচ পয়েন্টের সুযোগ খোয়ান ওজনিয়াকি। শেষে হার দেখেন ৬-৪, ৫-৭ ও ৭-৬ গেমে। এবারের ইউএস ওপেনের আগে চলতি বছর বড় কোন আসরে জয়ের স্মৃতি ছিল না চেতকোভস্কার।
৩ দিনে দুইবার ভাঙলো ৪৫ বছরের রেকর্ড
মহিলা এককের প্রথম রাউন্ডে মার্কিন তারকা ম্যাডিসন ব্রেঙ্গল ও চীনের সাইসাই ঝেংয়ের লড়াই চলে ৩ ঘণ্টা ২০ মিনিট। ভেঙে যায় ইউএস ওপেনের মহিলা এককে দীর্ঘতম লড়াইয়ের ৪৫ বছরের পুরনো এক রেকর্ড। তবে নতুন রেকর্ডটি টেকে মাত্রই তিন দিন । গতকাল জো কন্টা ও গারবিনে মুগুরুসার ম্যাচের নিষ্পত্তি হয় ৩ ঘণ্টা ২৩ মিনিট লড়াই শেষে। ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম টেনিসের তৃতীয় রাউন্ডের কৃতিত্ব দেখালেন ২৪ বছরের বৃটিশ তারকা কন্টা।