কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধারা ২ মাস সম্মানী-ভাতা পাচ্ছেন না
প্রকাশিত হয়েছে : ১০:৫৫:০০,অপরাহ্ন ০৬ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩০১ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
মুক্তিযোদ্ধাদের সম্মানী-ভাতা বৃদ্ধি সংক্রান্ত জটিলতায় দেশের অন্যান্য স্থানের মতো কুষ্টিয়ার মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধারাও গত দুই মাস যাবৎ সম্মানী ভাতা পাচ্ছেন না। বাজেটে অর্থমন্ত্রী ৬৫ বছর উর্ধ্ব মুক্তিযোদ্ধাদের ১০ হাজার ও ৬৫ বছরের নীচের মুক্তিযোদ্ধাদের ৫ হজার টাকা দেবার ঘোষণা দেন। এতে সরকারের মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা বৈষম্য নীতি নিয়ে দেশব্যাপি মুক্তিযোদ্ধাদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে মুক্তিযোদ্ধাদের প্রবল আপত্তির মুখে সরকার সকল মুক্তিযোদ্ধাদের ডিসেম্বর-২০১৫ পর্যন্ত ৮ হাজার টাকা এবং জানুয়ারী-২০১৬ সাল থেকে মাসিক সম্মানীভাতা ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেয়। সেইসঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রতিমাসে সম্মানীভাতা প্রদানের নির্দেশ প্রদান করা হয়।
অথচ গত দুইমাস ধরে মুক্তিযোদ্ধারা সম্মানীভাতা পাচ্ছেন না। এ ব্যাপারে মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করীম বলেন, মিরপুর উপজেলায় প্রায় ৫ শত মুক্তিযোদ্ধা রয়েছেন। যাদের অধিকাংশই দরিদ্র ও সম্মানী ভাতার উপর নির্ভর করে তাদের সংসার। গত দুইমাস সম্মানী ভাতা না পাওয়ায় মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে সরকারের কাছে ঈদুল আযহার আগেই মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী-ভাতা প্রদানের জোর দাবি জানানো হয়েছে।