হাল্কের একমাত্র গোলে জিতল ব্রাজিল
প্রকাশিত হয়েছে : ১২:৩১:২৯,অপরাহ্ন ০৬ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২৭ বার পঠিত
হাল্কের একমাত্র গোলে কোস্টারিকাকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচের মাত্র দশ মিনিটের মধ্যে করা একটি গোলেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে।
কোস্টারিকার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করতে থাকে ব্রাজিল। ম্যাচের সাত মিনিটে হাল্কের ফ্রি- কিক কোস্টারিকার গোলরক্ষক প্যাট্রিক প্যামবারটন ফিরিয়ে দেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যে দারুণ ভাবে বক্সে ঢুকে প্যামবারটনকে পরাস্ত করে বল কোস্টারিকার জালে জড়িয়ে দেন। এরপর কোস্টারিকার ফাইনাল থার্ডে আক্রমণ শাণিয়েও আর গোল করতে পারেনি ব্রাজিল।
ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে গোলের আশায় নেইমারকে মাঠে নামান দুঙ্গা। কিন্তু কোস্টারিকার রক্ষণ প্রচেষ্টায় আর কোনো গোল পায়নি সেলেকাওরা। কোস্টারিকা ব্রাজিলকে আর গোল করতে না দিলেও আক্রমণে তারা কিছুই করতে পারেনি। ব্রাজিলের হয়ে অভিষিক্ত গোলরক্ষক মার্সেলো গ্রোহেকে একটি শটও ফেরাতে হয়নি।
আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ব্রাজিল।