পারিবারিক পুনর্মিলনী আয়োজনে দুই কোরিয়ার আলোচনা
প্রকাশিত হয়েছে : ৯:২৯:৩১,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩২৯ বার পঠিত
কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে বিরল ও আবেগপূর্ণ পুনর্মিলনী আয়োজন নিয়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার রেডক্রস কর্মকর্তারা সোমবার আলোচনা শুরু করেছেন।
গত মাসে সীমান্তে মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার দুই সৈন্য আহত হওয়ার পর দু পক্ষে ব্যাপক উত্তেজনা সৃষ্ট হয়। উত্তেজনা প্রশমনে সীমান্তবর্তী পানমুনজম গ্রামে একটি চুক্তিতে উপনীত হওয়ার পর এই পারিবারিক পুনর্মিলনী আয়োজনের আলোচনা শুরু হল।
সোমবারের এ আলোচনায় পারিবারিক পুনর্মিলনের তারিখ ও স্থান নির্ধারণের ওপর বেশী গুরুত্ব দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। অক্টোবর মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়ার মাউন্ট কুমগাং অবকাশ কেন্দ্রে এ পুনর্মিলনী অনুষ্ঠান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা যুদ্ধে দুই কোরিয়ার লাখ লাখ মানুষ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।