অন্ধ্র ও উড়িষ্যায় বজ্রপাতে ৩২ জনের প্রাণহানি
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:৩৬,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩৭১ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যায় ভারী বর্ষণের সময় বজ্রপাতে কমপক্ষে ৩২ জনের প্রাণহানি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশটির বেশ কয়েকটি রাজ্যে ভারী বর্ষণ চলছে।
রাজ্যের নেল্লোর, প্রকাশম, গুন্টুর, কৃষ্ণা, পূর্ব গোদাবরি, অনন্তপুর ও শ্রিকাকুলাম জেলায় বজ্রপাতে এ প্রাণহানি হয়েছে। মৃতদের বেশিরভাগ হলেন বজ্রপাতের সময় মাঠে কাজ করছিলেন।
নিম্নচাপের প্রভাবে অন্ধ্র প্রদেশ ও রায়ালাসিমা অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। বজ্রপাতের সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন অন্ধ্র প্রদেশ ও ত্রিপুরা নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা। গুন্টুর জেলার পেরেচারলা এলাকার এসিএ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের মধ্যে প্রীতি ম্যাচ চলার সময় সেখানকার একটি তালগাছে বজ্রপাত হয়। এরপর খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। পুরো বিষয়টির ওপর নজর রাখতে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দিয়েছেন।
উড়িষ্যা রাজ্যের তিন জেলায় বজ্রপাতে কমপক্ষে নয় জন নিহত ও আট জন আহত হয়েছে। বজ্রপাতে দেওগড় জেলায় চার জনের প্রাণহানি ও একজন আহত হয়েছে। মালকাংগিরি জেলায় একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে এবং দুই জন আহত হয়েছে। এছাড়া নবরঙ্গপুর জেলার বিভিন্ন স্থানে একই ঘটনায় আরো পাঁচজনের প্রাণহানি হয়ে।