পৃথিবীর সর্ববৃহৎ ভাসমান স্টেডিয়াম
প্রকাশিত হয়েছে : ৯:৪১:২৫,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৫ | সংবাদটি ৩১২ বার পঠিত
স্টাফ রিপোর্টার,
পৃথিবীর সর্ববৃহৎ ভাসমান স্টেডিয়ামের নির্মান কাজ শেষ হওয়ার পর এটি উদ্বোধন করা হয়েছে। সিঙ্গাপুরের মেরিনা উপসাগরে নির্মিত এই স্টেডিয়াম লম্বায় ১২০ মিটার ও চওড়া ৮৩ মিটার। পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান এই স্টেডিয়ামে শুধু খেলাই নয়, কনসার্ট, প্যারেড, প্রদর্শনী আর সাংস্কৃতিক অনুষ্ঠানেও ব্যবহার করা হচ্ছে।
ইস্পাতের তৈরি এ স্টেডিয়াম একবারে বইতে পারে এক হাজার সত্তর টন ওজন। অর্থাৎ ৯ হাজার মানুষ, স্টেজ বানানোর জন্য ২০০ টন পর্যন্ত জিনিস, আর ৩০ টন ওজনের বড় বড় তিনটি গাড়ি একসঙ্গে রাখা যাবে এ স্টেডিয়ামের ওপর। আর এখানে অনুষ্ঠিত খেলা বা অনুষ্ঠান উপভোগের জন্য ৩০ হাজার লোকের বসার ব্যবস্থা রাখা হয়েছে স্টেডিয়াম লাগোয়া এক বড় গ্যালারিতে।
মজার ব্যাপার হলো, মেরিনা বে ফ্লোটিং স্টেডিয়াম বানানো হয়েছিল সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামের বিকল্প হিসেবে অস্থায়ীভাবে ব্যবহারের জন্য । কেননা, তখন জাতীয় স্টেডিয়ামটি সংস্কারের কাজ শুরু করা হয়। তবে ভাসমান এ স্টেডিয়ামের অনন্য বৈশিষ্ট্যের কারণে এখন ব্যবহার করা হচ্ছে নানা কাজে।